cheap jerseys
অদৃশ্য বন্ধন - DamLess

DamLess

পড়ুন
পড়ুন
পড়ুন

অদৃশ্য বন্ধন

অদৃশ্য বন্ধন

মানুষের মস্তিষ্ক অদ্ভুদ এক জিনিস! সে তার অপরাগ বিষয়বস্তুও অনুসন্ধান করতে চায়।
আমার কখনো কখনো মনে হয় পৃথিবীতে আসাই ভুল। অাবার কখনো বা মনে তার উল্টো!

মস্তিষ্কের এসব ভাবনা আমার কাছে অত্যন্ত কনফিউজিং।বাট দেয়ার ইজ নো গেইন। রঙিন পৃথিবীতে কত রঙিন স্বপ্ন, কত আশা, কত ভালবাসা খেলা করে। সব স্বপ্ন ধরা হয়ে উঠে না। অনেকটাই অধরা রয়ে যায়। বেলি ফুলের সুভাস মাখা রাত সবার জীবনে সুগন্ধ ছড়ায় না। চাঁদনী রাতটাও সবার জীবনে আসে না! কত রঙিন ভাবনা বাতাসে উড়ে যায়। কত সুভাসমাখা রাতের স্বপ্ন আধার মিশে যায়! সঙ্গিনীর পাশে বসে থাকার কত রোমাঞ্চকর  স্বপ্ন অদৃশ্য থেকে যায়। একসময়  মনের ভাবনাগুলো মিলিয়ে যায়।সবমিলিয়ে  উপসংহারে টানি —-‘আহারে জীবন!’
.
এমতসময়ে, গাঁ ঝাকিয়ে কানের কাছে  অষ্ফুট শব্দ ‘এ্যাই হু ‘।’হু’বলেই গাড়ি থেকে নামতে হল! এতক্ষণে আসমার ডাকে অামার ভাবনাগুলো শূন্যে মিলিয়ে গেল!
.
সুবিশাল বিল্ডিংয়ের সামনে দাঁড়ানো আমার বোনের ছোট্ট পরিবার থেকে হাসিমাখা চঞ্চল একটি মেয়ে ‘মামা’  বলে দৌড় দিল। সঙ্গে সঙ্গে আমার মনে হল তিন বছরের একটি ছোট্ট শিশু যেন  আমার নাম ধরে চিৎকার দিল–‘এ্যাই আরিফ’।আমার মুখে অস্ফুট হাসি! এই তো আমার ভাবনাগুলো হারিয়ে যায়নি!এখন ও জীবন্ত।
.

‘অদৃশ্য বন্ধন ‘
✍ আরিফুল ইসলাম

ধারাবাহিক গল্প

অদৃশ্য বন্ধন

  (পর্ব- ২)

অদৃশ্য বন্ধন

 (পর্ব- )

 (পর্ব- )


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *