ফেসবুকের বদঅভ্যাস কাটানোর উপায়। কিভাবে ফেসবুক থেকেও বেশি মজা উপভোগ করতে হয় কোনোধরনের বাজে অভিজ্ঞতা ছাড়াই

ফেসবুকের বদঅভ্যাস কাটানোর উপায়। কিভাবে ফেসবুক থেকেও বেশি মজা উপভোগ করতে হয় কোনোধরনের বাজে অভিজ্ঞতা ছাড়াই




ফেসবুক একটা চুলকানি রোগের নাম!!

যত চুলকাই তত ভালো লাগে
যত স্ক্রল করি তত মজা
আজেবাজে যতো খবর কোনোটাই আমার অজানা থাকেনা
আজেবাজে খবর রাখতে রাখতে দরকারি সব ভুলে যাই

নিজের ধ্যানধারণা, চিন্তাধারা নিয়ে লিখা বিভিন আর্টিকেল ব্লগে পোস্ট করতে পারেন।
এ পোস্ট গুলো শেয়ার করতে পারেন ফেসবুকে
মানুষ তাদের যেকোনো সমস্যার সমাধান করার জন্য গুগলেই সার্চ করে ফেসবুকে না।
তাহলে আপনি যদি মনে করেন আপনার পোস্ট গুলো পড়ে মানুষ উপকৃত হবে তাহলে সবচেয়ে ভালো মাধ্যম হলো ব্লগিং।
ফেসবুকে মানুষ আসে আড্ডা দিতে আর্টিকেল পড়তে নয়।
ঠিক তেমনি ভিডিও দেখার জন্যও কেউ ফেসবুক ব্যাবহার করেনা।
তাছাড়া ফেসবুক থেকে গুগলের ব্যাবহারকারী বেশি।
ফেসবুকে মানুষের যেসব বদঅভ্যাস হয় ব্লগ পড়লে সেই বদ অভ্যাস হয়না।
বরং জ্ঞানের শাখা আরো সম্প্রসারিত হয়।
 ভাষাজ্ঞান বৃদ্ধি পায়। শব্দচয়ন সুগঠিত হয়
তাছাড়া যারা রচনা লিখতে ও পড়তে ভালোবাসে তাদের জন্য ব্লগিংয়ে পথ আরো বিস্তৃত।

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.