অদৃশ্য বন্ধন (পর্ব-৩)


অদৃশ্য বন্ধন
পর্ব-৩( মধুরাত্রি)
নিজেকে অসহায় ভাবার প্রবণতাই যেন মানুষকে বেশি করে অসহায় করে তোলে। পৃথিবীর সমস্ত হতাশা যে অামায় গিলে খায়। অার পাশের মানুষ? বড্ড অভিমানে কাছে না টানার প্রবণতা। অামি যেন নিঃস্ব, অাপনার থেকে অাপন থেকেও! বড্ড বে-খেয়ালি,এই অামি নিজেক গুছিয়ে উঠতে পারিনি!নিজ জীবনের তিক্ততা কাটাতে না পেরে অন্যের জীবনকে করেছি বিষাক্ত। অধিকারের প্রশ্নে প্রশ্নবিদ্ধ অামি। কোন অধিকারে একটা মেয়ের জীবনের স্বাদ অামি নষ্ট করব? অামার অাজকাল বড্ড মায়া হয় অাসমার জন্য। প্রচন্ড ভালোবাসে মেয়েটা অামাকে। কখনো যেন বুঝতে দিতে চায় না অভিমানগুলো। তিন্তু তা কি হয়? মনের অজান্তে অামার মস্তিষ্কের অনুধাবনে চলে অাসে। বরাবরেরর মতই অামি অামার মস্তিষ্ককে অদ্ভুদ ভাবি! এসব বিষয় অমার মস্কিষ্ককে এখনও ভাবায়। অামিও ভাবি! অামার নিকট হতে অতি নিকটে চলে অাসে অাসমা। অামার বুকে মাথা রেখে ঘুমানোই হয়ত তার প্রশান্তি। অামি এখন নিষেধ করতে ভুলে যাই!অামার ভুলগুলো যেন শুধরে যাচ্ছে। বাইকের চাবি নিতে ভুলতে হয়না অার অামাকে, পারফিউম এর সুগন্ধ গায়ে লাগাতে ভুলতে হয়না অামাকে। অামার হাতে বাইকের চাবি দিতে ভুলে না সে, পারফিউম এর কথা সে ভুলে থাকে না। এই অগোছালো অামি কেমন গোছালো হয়ে যাচ্ছি। জীবনের নিভৃতে কেমন জানি অপরাধী হয়ে যাচ্ছি। ভালোবাসার কাঠগোড়ায় অামি অপরাধী। নিত্যদিনে মনের সাথে যুদ্ধ করে অার কত? প্রশ্নবিদ্ধ বিবেক অার প্রশ্নবিদ্ধ একটি রাত।গভীর রাত অার কলিংবেলের অাওয়াজ।একটি সারপ্রাইজ এর অপেক্ষা! অার অামার ব্যথিত জীবনের অসামান্য কিছু পাওয়ার মুহূর্ত। সাজিয়ে নিয়ে অাসা অামার ভালোবাসার প্রতীক। সাদা মোড়কে মোড়ানো অামার সাদা জীবেনের অভ্যন্তরের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত যেন অামি।দরজা খুলে দিয়েই বারান্দায় মনমরা হয়ে দাড়িয়ে থাকে অাসমা। জোৎস্না রাত,নিঃশব্দ চাররিদিক, জোনাকির ছোটাছুটি,অাধার অালোর মেলা।অামাদের মিলনমেলা যেন ঘনিয়ে অাসে। সবকিছু ফেলে অামি ও ছুটে অাসি। সাদা কাগজ দিয়ে মোড়ানো বিশাল অাকৃতির বস্তুটা খুলে ফেলি। বড় অাকৃতির একটা ওয়ালম্যাটে বড় বড় করে লেখা,"ভালোবাসি তোমাকে" "বড্ড ভালোবাসি অাসমা" অার পুরো ওয়ালমম্যাট জুড়ে লাল সবুজ অালোর সমারোহ। অার সাথে একতোড়া রজনীগন্ধা। . চলবে.....


প্রিয় পাঠকেরা মধুরাত্রির দিকে ক্রমাগত অগ্রসরমান।অতি শ্রীঘই দ্বিতীয় অংশ অসতেছে।

অদৃশ্য বন্ধন   (পর্ব-৪) 










কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.