চায়না কার্টিজ চিনবেন কিভাবে?

 চায়না কার্টিজ চিনবেন কিভাবে?




Shajib Rakib
প্রশ্ন করে করেছেন চায়না কার্টিজ চিনবেন কিভাবে?

#DamLess এর উত্তর
সবই অরিজিনাল কার্টিজ
চায়না বলতে তারা এগুলোকে রিফিলের উপযোগী করে তোলে
চেনার উপায় হলো এগুলোর প্যাকেট অনেক শক্ত থাকে প্যাকেটের গায়ে কোনো বারকোড থাকেনা
ওগুলো চিনতে কোনো কস্ট করতে হয়না শুধু দোকানে গিয়ে চায়না কার্টিজ আছে কিনা জিগাইলেই দিবে
তবে এগুলোর মধ্য  আসল কার্টিজ হলো যেগুলোর নিচ দিয়ে কোনো কালি বের হয়ে থাকেনা
যেগুলোর কালি বের হয়ে থাকে সেগুলো কখনোই প্রিন্টারে সাপোর্ট করে না
সুতরাং এগুলো কখনোই কিনবেন না
সব সময় কার্টিজ কিনার সময় দোকানদার কে দিয়ে কার্টিজ সাপোর্ট করবে কিনা চেক করাবেন দোকানদার বলবে প্রিন্টার নাই
তখন তাকে দিয়ে প্যাকেট খোলাবেন
বলবেন প্যাকেট খুললে আপনি বুঝবেন কার্টিজ ভালো কিনা
তাহলেই বুঝবেন মজা
সে আপনাকে অভিজ্ঞ মনে করবে
তখন নকল কার্টিজ চিনবেন
সে খুলতে না দিলে ওই দোকান থেকে প্রিন্টারের কার্টিজ কিনবেন না
আমি আবারও বলছি চেক না করে কার্টিজ কিনবেন না
কালি পড়ে যেতে দেখলে বা কালি বের হয়ে থাকলে ওই কার্টজ নকল
ওটা কেনা যাবে না
আর কিনার আগে দাম ঠিক করে নিবেন
তারপর কার্টিজ ভালো কিনা কার্টজের প্যাকেট খুলে চেক করবেন
সব ঠিক থাকলে কিনে নিবেন
এধরনের কার্টগুলো কালার কার্টজ বেশি লাগে কারন কালার কার্টিজ বেশি নস্ট হয়
আবার কালার কার্টিজের দাম ৩০০ টাকা হব
মার্কেটে সাপ্লাই কম হলে দাম বেশি চাইবে
আর যেহেতু কালো কালির কার্টজ সহজে নস্ট হয় সেহেতু এই কার্টিজ নিয়ে বেশি ভাবার কিছু নেই
কালো কার্টিজের দামও ৩০০ হয়
যেহেতু বেশিরভাগ মানুষ কালো প্রিন্ট বেশি করে সেহুতু অনেকে কালার কার্টজ ব্যাবহার করে
আর তাই বেশিরভাগ সময় মার্কেটে কালো কালির কার্টজের চাহিদা বেশি আর সর্ট ও পড়ে যায়
তাই এই কালো কালির কার্টের দাম ৩০০ টাকার বেশি চায়
তবে কালো কালির কার্টিজ আর কালার কার্টিজ একসাথে কিনলে ৬০০ থেকে ৭০০ টাকা দাম হয়
তাই একটু ভেবে চিনতে ধীরেসুস্থে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় কার্টিজ কিনলে কোনো ঝামেলায় পড়বেন না

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.