প্রত্যুষ

ছবির নামঃ প্রত্যুষ 

ছবির বিষয়ঃ উষা
ছবিওয়ালাঃ শহিদুল ইসলাম ফেরদৌস 
সময়ঃ উষালগ্নেস্থানঃ বিহারি কবরস্থান, বি ব্লক, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

বৈশিষ্ট্য ঃ এই ছবিটিতে নগরজীবনের প্রত্যুষকে ফুটিয়ে তোলা হয়েছে। যাকে কাকডাকা ভোরও বলা হয়। এই ছবিতে একটা কাক ও দেখা যাচ্ছে। শহরের উঁচু দালানের পাচিলের ভিতর কিছু গাছও রয়েছে।
যা প্রস্তরের মাঝে গাছের দারুণ সম্মিলন ও ফুটিয়ে তুলেছে। প্রকৃতি ও প্রস্তরকে ভেদ করে ভোরের আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে। যা আকাশের মেঘের সাথে প্রতিফলিত হয়ে উজ্জ্বলতা ধারণ করেছে। 

বিবরণ ঃ ভোর দেখলে মনটা পুলকিত হয়ে দুলে উঠে।

কোন মন্তব্য নেই

enjoynz থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.